মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে চারটার সময় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ ঘটিকায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধুপুড়িয়া গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: রোস্তম আলী শিকদারকে কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান (পূর্বনারায়নপুর) মাঠে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: বনি আমিনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক উপজেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা জামায়াতের আমির মাও. মো: নুর মহম্মদ আলী ও সেক্রেটারি মো: রেজাউল হক, সাবেক টিএনটি কর্মকর্তা মো: জিয়াউল হক এবং বিশিষ্ট সমাজসেবক এম খসরুল আলম।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com