তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-তালা–কলারোয়া বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলাদের আহ্বায়ক মেহেরুন্নেসা মিনি, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সম হায়দার আলী, সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মোড়ল, তালা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ওয়ার্ড ভিত্তিক দোয়া অনুষ্ঠানের মাঝে ৪ জানুয়ারি বিকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনের মাজার জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
এছাড়াও তিনি নগরঘাটা ইউনিয়ন বিএনপির অসুস্থ নেতাকর্মীদের শারীরিক খোঁজখবর নিতে পৃথকভাবে তাদের বাড়িতে যান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com