প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ১০:৩৯ এ.এম
বেপরোয়া মাগুরার এ্যালকো বাসুসহ মাদক ব্যবসায়ীরা, হাত বাড়ালেই মেলে মাদক
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ক্ষত্রিয় পাড়ার গ্রামের মৃত নিরঞ্জন সরকারের ছেলে দীলিপ সরকার (৩২) অনান্ত গাইনের ছেলে অনুপম গাইন ওরফে বেদে বাবু (৩০) একই গ্রামের জগদীশ সরকারের ছেলে বাসুদেব সরকার(৩২) দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের সাবেক নেতাদের ম্যানেজ করে চালাচ্ছে রমরমা মদ ও গাজার ব্যবসা দেখার কেই নেই।
হাত বাড়ালেই মেলে মাদক ক্ষত্রিয়পাড়া গ্রামের তিন মদ ব্যবসায়ীর কারনে ধংসের পথে যুব সমাজ। বিভিন্ন সময় থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালালেও ধরা ছোয়ার বাহিরে থাকেন তারা।
স্থানীয়রা জানান গত ১৫ অক্টোবর রাতে মাদক ব্যবসায়ী অনুপম গাইন ওরফে বেদে বাবুর বাড়িতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে মদ তৈরির সরমজাম ও মদসহ আটক করে তাকে পরে এক জনপ্রতিনিধির হস্তক্ষেপে রেহাই পান তিনি।
ক্ষত্রিয়পাড়া গ্রামের কয়েক জন ব্যক্তি নাম না প্রকাশ করার স্বার্থে জানান রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে তারা দীর্ঘদিন ধরে এই বাংলা মদের ব্যবসা চালিয়ে আসছে। দ্রুত এই মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com