সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে বুধবার বিকাল ৪টায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফুটবল ফাইনাল খেলা। ফাইনাল খেলায় একদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুল এবং অপর দিকে ছিলেন ধুলিহরের নেহালপুর পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়।
খেলার নির্ধারিত সময়ে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত ফলাফল গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল। এবিজয়ের মাধ্যমে তারা উপজেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম দুলু, ডি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান ও রুহুল আমিন বাবলু, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির প্রধান মো. আল কালাম আবু অহিদ বাবলু, বিএনপি নেতা দেছের উদ্দিন মনি, সাংবাদিক জি এম আমিনুল হক, মেহেদী হাসান শিমুল ও ইমরান হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জি.জি.কে. এইচএস কানাইলাল হাই স্কুল, ডি.বি. ইউনাইটেড হাই স্কুল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসা ও ধুলিহর পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় নেহালপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আন্ত:স্কুল প্রতিযোগিতার এ খেলা উপভোগ করতে মাঠে হাজারো ক্রীড়াপ্রেমীর ঢল নামে।এসময় দর্শকদের মর্হুমুর্হু করতালি খেলোয়াড়দের মধ্যে বেশ দারুণ উৎসাহ সৃষ্টি হয়। বিশেষ করে ডিবি স্কুলের গোল রক্ষক সাকিব আল হাসান মিতুলের অসাধারণ নৈপুণ্যে খেলায় ভিন্ন মাত্রা যোগ হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন। খেলাগুলো পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম রকি ও কনক মাঝি।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com