দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী হাট আশাশুনি উপজেলার বড়দল বাজার। এই বাজারের ঢালাই রাস্তা, (কংক্রিট), চাঁদনী ঘর, পাকা ড্রেন, পাকা ল্যাট্রিন নির্মাণ করা সহ বাজারের বিভিন্ন বিষয়ের উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে এলাকাবাসীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওয়াহাব মোল্যা।
বুধবার সকালে লিখিত আবেদনে অনুলিপি: প্রধান প্রকৌশলী এলজিডি ভবন ঢাকা, নির্বাহী প্রকৌশলী এলজিডি কার্যালয় ও উপজেলা প্রকৌশলী আশাশুনি, সাতক্ষীরা বরাবর আবেদনটি জমা দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর কাছে। আবেদনে জানা গেছে, বৃহত্তম বড়দল বাজারটি দক্ষিণ খুলনার প্রসিদ্ধ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে সুপ্রসিদ্ধ ছিল। একসময় ছোট কলিকাতা নামে প্রসিদ্ধি লাভ করেছিল। সে সময় উক্ত বাজার হতে বাংলাদেশের বিভিন্ন জেলা, শহর বন্দরের ব্যবসায়ীগণ পাইকারী মালামাল খরিদ করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতেন। সপ্তাহের সাত দিন পর রবিবারে হাট বসে। হার্টের অধিকাংশ মালামাল নিয়ে আসতেন নদী পথে। কালের বিবর্তনে ও পার্শ্বস্থিত কপোতাক্ষ নদীটা আনুমানিক ১২ থেকে ১৫ বছর যাবত পলি পড়ে ভরাট হওয়ার কারণে ব্যবসায়ীদের মালামাল বহনের নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে বাজারটির কলেবর ছোট হয়ে গেলেও শুক্রবার, শনিবার ও রবিবার তিন দিনে বিভিন্ন ধরনের কাপড় সহ অন্যান্য মালামাল জমজমাট ভাবে পাইকারি ও খুচরা বিক্রয় হয়ে থাকে।
উল্লেখ্য অত্র বাজারটি দীর্ঘকাল যাবত ব্যক্তি মালিকানায় থাকে। কিন্তু স্থানীয় কিছু দেশ ও মানব প্রেমিক, জনস্বার্থে ও সরকারি স্বার্থে বহু ত্যাগ তিতিক্ষায় ও চেষ্টায় কয়েকজন উচ্চপদস্থ দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা দ্বারা বর্তমান সময়ে বাজারটি পেরিপেরি হয়েছে। যার ফলে অত্র বাজার হতে সরকারি কর্তৃপক্ষ অনেক রাজস্ব পেয়ে থাকেন। এলাকাবাসী উক্ত সরকারি কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞ ও চিরঋনী হয়ে থাকবে। বৃহত্তম বাজারটির চলাচলের রাস্তা গুলি খুবই খারাপ এবং হাটুরিয়া ব্যবসায়ীদের চাঁদনী ঘরের অভাবে খুব ভোগান্তি পেতে হচ্ছে।
এছাড়া বাজারে মধ্যে পানি নিষ্কাশনের জন্য তেমন ব্যবস্থা না থাকায় অনেক স্থায়ী দোকানদারদের বাড়ির মধ্যে বর্ষাকালে পানি জমা হয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। এ কারণে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে এক মানবেতর জীবন-যাপন করেন এলাকাবাসী। জরুরি ভিত্তিতে ঢালাই রাস্তা, (কংক্রিট), চাঁদনী ঘর, পাকা ড্রেন, পাকা ল্যাট্রিন নির্মাণ করা সহ বাজারের বিভিন্ন বিষয়ের উন্নয়নের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com