প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ১২:৫৬ পি.এম
ভাগ্যের লেখা
স্রষ্টার কৃপায় জন্ম নিলাম
রঙিন সুন্দর দুনিয়ায়,
ভাগ্যের লেখা যাবেনা খন্ডন
যতই থাকি হতাশায়।
সবার কথা ভেবে আমার
কেটে গেল বেলা,
সময় হলেই ছাড়তে হবে
এই না রঙ্গশালা।
মুখে হাসি লুকিয়ে কাঁদি
বুঝেনা আর কেউ,
ভাগ্যের আশায় চেপে রাখি
বুকে দুঃখের ঢেউ।
ছিন্ন হবে মায়ার বাঁধন
কারো পাবোনা দেখা,
নিজের কর্মেই পাবো ফল
ভাগ্যে যাহা লেখা।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com