প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৪, ১০:১১ এ.এম
ভালবাসার দিনে
মাহফুজ রেজা
কপোত-কপোতী বসে
প্রকৃতির কোলে,
বে-রসিক পুলিশ হোথা
গিয়েছেন চলে।
কি আলাপ এর সনে?
সম্পর্ক বা কি?
অমনি জবাব মেলে
এরে ভালবেসেছি।
ভাল কথা,ভাল কথা
বিয়ে করে নাও,
বিয়ের আগে কেন
বৃথা তাড়া খাও?
কর্ম নেই, নেই আমার
আয় রোজগার,
বিয়ের প'রে কে নিবে
সব দায় ভার?
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com