সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পৌরসভা মনিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম, মণিরামপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম, প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মাকসুদুর রহমানসহ প্রমূখ।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, অত্র উপজেলায় মাসব্যাপী নয় মাস বয়স থেকে ১৫ বছর বয়স অর্থাৎ শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ২৯০ জনকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com