মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে কলেজ রোডের এশিয়া মঞ্জিলে ইংলিশ প্লাটফর্মের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এই ইংলিশ প্লাটফর্ম নামক কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইংলিশ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাদাতা এবং শিক্ষক আব্দুল হাকিমের পরিচানায় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন অধ্যক্ষ (অব.) আমিমূল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আবু রাহাত, বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদরাসার সহকারী অধ্যক্ষ আব্দুল হাকিম, প্রভাষক হুসাইন আহমেদ কাবুল, সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক রেজওয়ান হুসাইন ও যশপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ মহসিন শিকদার প্রমূখ।
আলোচনা সভা শেষে ইংলিশ কোচিং সেন্টারের ভর্তি পরীক্ষা সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও গিফট তুলেদেন অতিথিবৃন্দ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com