মাগুরার মহম্মদপুর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে 'দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার আয়োজনে এই 'দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি মো. মফিজুর রহমান হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি এ্যাড. রেজাউল করিম, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সহকারী অধ্যাপক মো. অসিউজ্জামান বুলবুল, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সদর ইউপি'র প্যানেল চেয়ারম্যান মো: নওশের আলী ও সুপার মোঃ ওহিদুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন 'জুলাই বিপ্লবের ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে। কোন ক্রমেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া ঠিক হবে না। দেশের সমৃদ্ধি ও স্বাধীনতা ধরে রাখতে হলে এর বিকল্প কিছু নেই'। তিনি আরও বলেন, 'শিল্প বিপ্লবের আগে বাংলাদেশ ছিল সব থেকে সমৃদ্ধশালী দেশ।
আমাদের আবার দেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। উপস্থিত সকলকে দেশপ্রেমকে অগ্রধীকার দিয়ে দেশের সকল কাজে অংশগ্রহণের আহ্বান জানান।'
উপজেলা সৈনিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট রুহুল আমিনের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ আব্দুল হালিম।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com