মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বনাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বায়জিদ খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যাক্ষ শাহবুদ্দিন তালুকদার। “নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের সদস্য মাছুদা আক্তার মুক্তা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমিন নাহার, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার প্রমুখ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com