মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরী করা আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে রাফি শিকদার(১৪) নামে এক কিশোরের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার বেলা ১১টার দিকে বারইখালী গ্রামের রাসেল শিকদারের ছেলে রাফি শিকদার দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে তৈরী করা আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
দুপুর ১২ টার দিকে গুরুতর জখম অবস্থায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করেন। রাফি স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, রাফি শিকদারের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আজকের দুর্ঘটনার খবর কেউ থানায় জানায়নি। স্থানীয়ভাবে আতশবাজি তৈরী ও এর ব্যাহার অবৈধ ও বিপজ্জনক। এ বিষয়ে সবার সচেতন হওেয়া জরুরি।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com