প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ১:২৭ পি.এম
 মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতেদুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান 
  
         
  
        
    
    বাগেরহাট  প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে  মাদক সেবনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ)  দুপুরে  জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করলে  পৌরসভার পূর্ব সরালিয়া এলাকার মজনু পাহলানের ছেলে আজাদ পাহলানকে ০৩ পিস  ও দক্ষিন ভাইজোড়া এলাকার মহারাজ শেখের ছেলে জিহাদ শেখ (২৪)কে ০৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহীকর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এস এম তারেক সুলতান  এ প্রতিবেদক কে বলেন, মাদক সেবনের দায়ে আটককৃত দুই জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) এর ৩৬(৫) ধারায় ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
    
    
         
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন। 
মেইল- bbcsatkhira@gmail.com  ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ। 
        
        
             zahidit.com