আন্তর্জাতিক: রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির স্মরণসভা পালন করার দায়ে শতাধিক মানুষকে সাজা দিয়েছে রাশিয়ার আদালত। তাদের মধ্যে শুধু সেন্ট পিটার্সবার্গেই ১৫৪জনকে সাজা দেওয়া হয়েছে। শনিবার ও রোববার দেশটির সরকারি আদালতের ঘোষণায় এসব তথ্য জানা গেছে। গতকাল সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। শনিবার এবং রোববার প্রকাশিত আদালতের রায়ের বিশদ বিবরণে দেখা গেছে, রাশিয়ার কঠোর প্রতিবাদবিরোধী আইন লঙ্ঘনের দায়ে ১৫৪জনকে ১৪দিন পর্যন্ত কারাভোগের সাজা দেওয়া হয়েছে। দেশটির অন্যান্য শহরগুলোতেও একই সাজার খবর পাওয়ার কথা জানিয়েছে অধিকার গোষ্ঠী এবং স্বাধীন মিডিয়া আউটলেটগুলো। ক্রেমলিনের সমালোচক ৪৭ বছর বয়সী আলেক্সি নাভালনি শুক্রবার আর্কটিক কারাগারে মারা যান। ২০২১ সাল থেকে রাশিয়ার কারাগারে আটক ছিলেন তিনি। উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠা ও তাতে অর্থায়নের অভিযোগে গত বছর আগস্টে নাভালনিকে নতুন করে ১৯ বছরের কারাদÐ দেওয়া হয়। সেই সাজাই খাটছিলেন তিনি। সপ্তাহান্তে বেশ কয়েকটি শহরে শত শত রাশিয়ানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা নাভালনির স্মরণ ও সম্মানে ফুল ও মোমবাতি জ¦ালাতে এসেছিল। ক্রেমলিন বিরোধী বিক্ষোভ বা শাসকদের নিয়ে প্রকাশ্য অনুষ্ঠান বা সমাবেশ রাশিয়ায় কার্যকরভাবে অবৈধ। এটি কঠোর সামরিক সেন্সরশিপের মাধ্যমে তদারকি করায় হয়। সপ্তাহান্তে দেশটির একাধিক শহরের যে স্থানগুলোতে সাধারণ মানুষেরা নাভালনিকে স্মরণ করতে জড়ো হয়েছিল, সেখানে পুলিশ এবং ছদ্মবেশে পুরুষরা টহল দেওয়ায় নিয়োজিত ছিল। রাশিয়ায় এক দশকের বেশি সময় রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন নাভালনি। দীর্ঘদিন ধরে পুতিন প্রশাসনের দুর্নীতির তথ্য নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরতেন তিনি। আর এ কারণেই পুতিনের চক্ষুশূল ছিলেন তিনি। এর আগেও তাকে দুইবার হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণেই তাকে হত্যা করা হয়েছে বলেই মনে করছেন তার সমর্থকরা।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com