প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১:৩৮ পি.এম
শ্যামনগরে জমি দখলের হুমকিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জমি দখলের হুমকিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে গত ৩০ সেপ্টেম্বর সকালে সংবাদ সম্মেলন করেন বাদঘাটা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর পুত্র আলমগীর গাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছত্র ছায়ায় থেকে রামজীবনপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে শ্যামনগর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী, চাদাবাজ, ঘের ও জমি জবর দখলকারী সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লয়াহ আল মামুন এবং তাহার সহযোগী মামলাবাজ ভবানীপুর গ্রামের আবুল কাশেম ও সাইফুল্ল্যাহ বাহিনী নেতৃত্বীতে কিছু নামধারী ভূয়া ভূমিহীন লাঠিয়াল বাহিনী দ্বারা আমার পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবর দখলের হুমকি ও পায়তারা করিতেছে। গত ইং ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ওদের তথা সাইফুল্ল্যাহ ও আবুল কাশেম এর নেতৃত্বে আমার নামে ও আমার ভাইদের নামে মিথ্যা, বানোয়াট মানববন্ধন করেছে।
তার প্রতিবাদে আমি আপনাদের লেখনীর মাধ্যমে সংবাদ সম্মেলনে সন্মানিত সেনাবাহিনী, প্রশাসন ও সম্মানিত কলম সৈনিক সাংবাদিক ভাইদের কাছে প্রতিবাদ ও দ্রুত প্রতিকারের আবেদন জানাচ্ছি।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com