প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ১১:২৫ এ.এম
শ্যামনগরে জামায়াতের কেন্দ্রীয় নেতা ড.খলিলুর রহমানের পিতার দাফন সম্পন্ন
সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী জয়নগর গ্রামের বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল-তামিরুল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. মুহাদ্দিস খলিলুর রহমান মাদানীর পিতার দাফন সম্পন্ন হয়েছে। তার পিতা আলহাজ্ব আব্দুল জব্বার তরফদার (৯৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার(৮ নভেম্বর) জয়নগর মাদানী ফাউন্ডেশন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লী মরহুমের জানাজায় অংশগ্রহণ শেষে দাফন সম্পন্ন হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সঞ্চলনায় মরহুমের জীবনের উপরে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, মরহুমের পুত্র বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল-তামিরুল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. মুহাদ্দিস খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় সুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার,তামিরুল্লাত কামিল মাদ্রাসার মুফাসসিরিন আবুল কাশেম, মিরসরাই পীর ছাহেব আব্দুল মোমেন নাসেরী, খুলনা বায়তুল মোকাররম মসজিদের খতিব অধ্যক্ষ আজিজুর রহমান সিদ্দিকী, খুলনা তানজিমুল উম্মাহ মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মদ, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রহমত উল্যাহ, অধ্যক্ষ মোশারফ হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর নুরুল হুদা, মোসলেম উদ্দীন, শ্যামনগরের সাবেক জাতীয় সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার শিবিরের সভাপতি আলাউদ্দিন আবির, শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর প্রভাষক আব্দুল জলিল, সাবেক নায়েবে আমীর আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল,অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মুহিত, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোস্তফা সহ হাজারো জনতা।
জানাযা শেষে তাকে মাদানী ফাউন্ডেশন মসজিদের সামনে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য নাতী নাতনী গুনগ্রাহী রেখে যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com