প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৭:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:৪৪ পি.এম
শ্যামনগরে নদীতে নিখোঁজ ডুবুরি মিজানের লা শ দুইদিন পরে উদ্ধার
শ্যামনগরে টানা দুইদিন খোঁজাখুঁজির পর নদীর চরে পাওয়া গেল নিখোঁজ ডুবুরি মিজানের লাশ। বুধবার (২৫শে সেপ্টেম্বর) ভোরে গাবুরার গাগড়ামারির নদীর চরে মিজানের লাশ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা ঠিকাদার কর্তৃপক্ষকে অবহিত করেন। নিহত মিজান সরদার (২২)খুলনার৫নংএলাকার দুলাল সরদারের ছেলে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার বলেন, যেহেতু নিহত মিজান সরদার ঠিকাদারের লোক সেহেতু তার সাথে পানি উন্নয়ন বোর্ড এখানে ওইভাবে সম্পৃক্ত না। তবে তার নিখোঁজের সংবাদ পাওয়ার পর থেকে তাকে উদ্ধার পরবর্তী সময় পর্যন্ত ঠিকাদার কর্তৃপক্ষকে আমরা সহযোগিতা করেছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান বলেন, নিখোঁজ মিজান কে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, একজন ডুবুরি নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর শুনেছি তবেএ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেননি। উল্লেখ্য, গত সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পের ৮নং প্যাকেজে ঈগল কোম্পানির ডাম্পিংয়ে ব্যবহারিত বালগেট এর নোঙ্গর ছিকল থেকে ছিঁড়ে যায়। প্রায় ১৫শত কেজি ওজনের এই নোঙ্গরটি খুঁজে পেতে বেসরকারি ডুবুরিদের সহযোগিতা নেয় ঈগল কর্তৃপক্ষ। তার ধারাবাহিকতা খুলনা থেকে নিয়ে আসা হয় কয়েক জনের একটি ডুবুরি দল।
নিহত মিজান ঐ দলের একজন সদস্য। নোঙ্গর উদ্ধার কার্যক্রমের সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে গত দুদিন খুলনা ও সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কয়েক দফা প্রচেষ্টায় তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বুধবার সুন্দরবন সংলগ্ন গাগরামারি এলাকার নদীর চর থেকে তার লাশ উদ্ধার হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com