শ্যামনগরে মঙ্গলবার সকালে বজ্রপাতে কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ ধীবর এর ছেলে সুবাস মালোর (৪০)মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায় শ্যামনগরে চিংড়াখালি গ্রামে ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদা চিংড়ি মৎস্য চাষ করেন। প্রতিদিনের ন্যায় কালিগজ্ঞ থানার রতুনপুর ইউনিয়ন নিজ বাড়ি থেকে চিংড়ি ঘেরে চিংড়াখালি এসে সকাল ৭টায় চিংড়াখালি নিজঘেরে বাগদা চিংড়ি মাছের আটন ঝাড়তে গিয়ে আকর্ষিক বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা জানান, বিষয়টি শুনেছি লোক পাঠানো হয়েছে মৃত্যুর কারণ জানানো হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com