সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় শিয়াল তাড়ানোর জন্য বসানো বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রূপবান বেগম (৪৫) উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।
বুধবার দুপুরে বাড়ির পাশের একটি মুরগির খামার ‘সুন্দরবন প্রজেক্ট’ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, সকালে রূপবান বেগম ছাগলের জন্য ঘাস কাটতে খামারের দিকে যান। আগের দিন খামারের ম্যানেজার মাকসুদ তাকে ওই এলাকায় ঘাস কাটার পরামর্শ দিয়েছিলেন।
দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খামারের ভেতর বিদ্যুতায়িত তারে জড়িয়ে থাকা অবস্থায় রূপবান বেগমের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনার পর খামারটির মালিক ও কর্মচারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। খামারের মালিক নূর ইসলাম জানান, রাতে শিয়ালের উপদ্রব ঠেকাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে ভুলবশত সকালে সংযোগ বন্ধ করা হয়নি বলেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর থেকে খামারের ম্যানেজার মাকসুদ আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com