সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে জিয়াদ আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৌতলা গ্রামে মৃত ইফান আলী গাজীর পুত্র।
বৃদ্ধের পুত্র আব্দুল জলিল জানান, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। সকালের দিকে বুঝতে পেরে দ্রত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেরিতে নিয়ে আসার কারণে তার মৃত্যু হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com