দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। বুধবার ২৩ জুলাই বিকালে বিএনপির নমিনেশন বোর্ড রেজাউলকে সভাপতি হিসেবে ঘোষনা করেন।
জানা গেছে, সম্প্রতি বিএনপির নেতৃবৃন্দ তৃনমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করেন। সেই হিসেবে নেতৃবৃন্দ ২৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচনী সিডিউল ঘোষনা করেন। ইতিমধ্যে সদস্য ফরম পূরন শেষ করে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ফরম বিক্রি করা হয়।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক মনোনয়ন ফরম বিক্রি করা হয়। তার আলোকে সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সভাপতি পদের জন্য আলহাজ্ব বাবর আলী গাজীর ছেলে রেজাউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী গাজীর ছেলে মুকুল হোসেন ওরফে বাবর আলী নমিনেশন ফরম ক্রয় করেন।
বুধবার বিকাল ৪টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহারের শেষদিনে মুকুল হোসেন তার নমিনেশন ফরম প্রত্যাহার করলে রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন। রেজাউল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির সকল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com