দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের বিষয় নিয়ে শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১৬ আগষ্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশের পুজা উদযাপন পরিষদ সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি'র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড.মোঃ মনিরুজ্জামান (মনির)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান কবির। প্রেসক্লাবের সাবেক সভাপতি সামিউল আযম মনির,উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম(দুলু), সদস্য সচিব আনারুল ইসলাম (আঙ্গুর), উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। গত ৫ই আগস্ট সারাদেশের নেয় শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে হামলা অগ্নিসংযোগ হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহের জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। অবশেষে বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যানের কাছে আপনাদের দাবি গুলি পৌঁছে দেব। যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তারা কোন দলের নয় তারা সন্ত্রাসী,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরকারি মহসিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পরিমল কৃষ্ণ মন্ডল,সাধারণ সম্পাদক এ্যাড কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক বিষ্ণুপদ মন্ডল,সদস্য সচিব কিরণ শংকর চক্রবর্তী, নকিপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব দাস সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।বক্তরা বলেন,গত ৫ আগস্ট রাত থেকে সারা দেশে বিভিন্ন পাড়ায়-মহল্লায় হিন্দুদের বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তারা।আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ দেশের নাগরিক। এ দেশ থেকে আমরা অন্য দেশে যাব না। সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে এই বাংলাদেশ সবার। স্বাধীন বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সংখ্যালঘুদের ওপর কেন হামলা করা হচ্ছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com