সাতক্ষীরায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পাঠকনন্দিত দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে শহরের পলাশপোল এলাকার পীজ্জালজি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম বেলাল হোসেন। স্বাগত বক্তব্য দেন রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা–১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং জেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার কামরুজ্জামান, বাংলাভিশনের আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, জুলাই বিপ্লবের আল ইমরান, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন এবং শহর ছাত্রদলের সদস্য সচিব শাহীন ইসলাম।
অতিথিরা রুপালী বাংলাদেশের অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিনি, বিএনপি নেত্রী নাজনীন আক্তার কেয়া, সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিনি খাতুন, ধারাভাষ্যকর ফরমের জেলা সভাপতি অলিউল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর রহমান।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হুসাইন। আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com