সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে শুরু হচ্ছে ছয় মাস মেয়াদী প্রি-ভোকেশনাল প্রশিক্ষণ কোর্স। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে দুইটি ট্রেডে ভর্তি চলছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ও কনজিউমার ইলেকট্রনিক্স, প্রতিটি ট্রেডে ২০ জন করে শিক্ষার্থী নেওয়া হবে।
১৪-২৪ বছর বয়সী যারা অষ্টম শ্রেণি পাস করেনি এবং বর্তমানে কোনো শিক্ষা বা চাকরিতে নেই, তারা আবেদন করতে পারবে। ভর্তি ফি লাগবে না, যাতায়াত ভাতা দেওয়া হবে। কোর্স শেষে শিক্ষার্থীরা সনদপত্র পাবে এবং NSC-1 এ ভর্তি হওয়ার সুযোগ পাবে।
যোগাযোগ: ০১৯১২-৪১৭০৯১ (অধ্যক্ষ) বা ০১৭২২-৪৩৭৪১৪ (সহকারী পরিচালক)।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com