সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন বাস ও ইজিবাইকের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে ইজিবাইকের ওপর পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান ইজিবাইক চালক।
আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক সকলের নাম-পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনার পর সাময়িক যানজট তৈরি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com