সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স ড্রিলসেডে। ১৬ নভেম্বর, সকাল থেকে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক—পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহীনুর চৌধুরী গত মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন তুলে ধরেন। পাশাপাশি এই মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনও উপস্থাপন করেন।
পুলিশ সুপার মনিরুল ইসলাম সব পদমর্যাদার সদস্যদের সমস্যাগুলো মন দিয়ে শোনেন। বেশ কিছু বিষয়ে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত দেন, আর বাকি বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার কথা জানান।
তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন—
ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সার্ভিস রুলস মেনে চলা, মেসে খাবারের মান বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ।
সভায় অবসরজনিত কারণে কনস্টেবল ৩২২, আবু সাইদ খাঁনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com