সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে মঙ্গলবার (১৩ জানুয়ারি) একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) আব্দুল্লাহিল আরিফ নিশাত, এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান, এএসআই (নিঃ) সুমন সরকারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন। অভিযানে মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন— ১। মোঃ ইমরান (৩১), পিতা: মোঃ আব্দুর সবুর খাঁন, সাং: আলীপুর ঢালীপাড়া ২। মোঃ ইকবাল হোসেন (৩১), পিতা: নুর মোঃ গাইন, সাং: মাহামুদপুর ৩। মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা: আব্দুর রাজ্জাক, সাং: গড়েরকান্দা ৪। মোঃ মাহাবুবার রহমান (২৫), পিতা: মোঃ মহিবার রহমান ৫। শফিকুল ইসলাম (৪৫), পিতা: আলী বাদশা সরদার ৬। মজিবুর রহমান (৬০), পিতা: মৃত মাদার সরদার। উভয়ের সাং: চৌবাড়ীয়া ৭। শেখ কামাল হোসেন (৫২), পিতা: শেখ আমিরুজ্জামান, সাং: কাটিয়া।
গ্রেপ্তারকৃত সকল আসামি সাতক্ষীরা সদর থানাধীন এলাকার বাসিন্দা। পরে তাদেরকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com