পশ্চিম সুন্দরবনে গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে কোস্ট গার্ড সুন্দরবনের গহীনে মামুদা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও ২ রাউন্ড তাজা কাতুজ উদ্ধার করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মামুদা নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন আভিযানিক দল একজন সন্দেহজনক ব্যক্তিকে সুন্দরবনের ভিতরে মামুদা নদীর সংলগ্ন নদীর চরে হেঁটে যেতে দেখতে পায়,লোকটিকে থামার সংকেত প্রদান করে। উক্ত ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় সন্দেহজনক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সুন্দরবনের ভেতর পালিয়ে যায়।
পরবর্তীতে ব্যাগটি তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com