সুন্দরবন পশ্চিম বন-বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন থেকে একটি মায়া হরিন সোমবার দিবাগত রাতে যে কোন সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া জোয়ারদার বাড়ির পিছনের বিলে চলে যায়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর)সকালে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বিলে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরবন থেকে দিকভ্রান্ত হয়ে হরিণটি লোকালয়ে প্রবেশ করে। পরে তারা হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগের কাছে খবর দেন। খবর পেয়ে মুন্সি গঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন।
হরিণ টি সুস্থ আছে কিনা জানতে চাইলে, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাড়ির ওসি জাহিদ হোসেন বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের কলাগাছিয়া নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জার ফজলুল হক জানান, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদী ভাঙন ও খাবারের সংকটের কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা আমাদের প্রয়োজন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com