৫ দফা দাবী বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মবিরতি ভোগান্তিতে জনগণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশব্যপী দ্বিতীয় দফা কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন প্রকল্প বাস্তবায়ন অফিসে আজ পূর্ণ দিবস কর্মবিরতী পালন করছেন।

 

 

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দোয়ারাবাজার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বিকাল ৩ টা পর্যন্ত দেশব্যাপী দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৫ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কর্মবিরতি চলমান থাকবে। ৫ দফা কর্মসূচী-সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের দাবী সমূহ হচ্ছে (১) দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো (২) নিয়োগ বিধি বাস্তবায়ন, (৩) জেলা ত্রাণ ও পুণবার্সন কর্মকর্তা ( ডিআরআরও) ‘ র পদ আপগ্রেডেশন, (৪) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) ‘ র পদ আপগ্রেডেশন।(৫) সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ, পদোন্নতি / চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পুরণ।

 

 

 

এদিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মবিরতি সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত হওয়ায় ভোগান্তিতে সাধারণ জনগণ। স্থবির হয়ে গেছে অফিসের কাজকর্ম। সাধারণ মানুষ দুর দুরান্ত থেকে এসে ভোগান্তির স্বীকার হচ্ছে।

 

 

 

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আম্বিয়া আহমদ বলেন, কেন্দ্রীয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের কর্মসূচীর অনুযায়ী দাবী আদায় না হওয়া পর্যন্ত পরবর্তীতে লাগাতার কর্মসূচী অব্যাহত থাকবে।

SHARE