
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশব্যপী দ্বিতীয় দফা কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন প্রকল্প বাস্তবায়ন অফিসে আজ পূর্ণ দিবস কর্মবিরতী পালন করছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দোয়ারাবাজার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বিকাল ৩ টা পর্যন্ত দেশব্যাপী দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৫ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কর্মবিরতি চলমান থাকবে। ৫ দফা কর্মসূচী-সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের দাবী সমূহ হচ্ছে (১) দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো (২) নিয়োগ বিধি বাস্তবায়ন, (৩) জেলা ত্রাণ ও পুণবার্সন কর্মকর্তা ( ডিআরআরও) ‘ র পদ আপগ্রেডেশন, (৪) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) ‘ র পদ আপগ্রেডেশন।(৫) সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ, পদোন্নতি / চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পুরণ।
এদিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মবিরতি সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত হওয়ায় ভোগান্তিতে সাধারণ জনগণ। স্থবির হয়ে গেছে অফিসের কাজকর্ম। সাধারণ মানুষ দুর দুরান্ত থেকে এসে ভোগান্তির স্বীকার হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আম্বিয়া আহমদ বলেন, কেন্দ্রীয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের কর্মসূচীর অনুযায়ী দাবী আদায় না হওয়া পর্যন্ত পরবর্তীতে লাগাতার কর্মসূচী অব্যাহত থাকবে।