দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহের কারনে প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে অসহায় ও দুঃস্থ মানুষগুলো।
তাদেরকে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে সোমবার ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে এই শীতবস্ত্র কম্বল বিতরনের আয়োজন করা হয়।
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল ও দেবহাটা সদর ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, দেবহাটা জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন সুধীজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, এই শীতের সময়ে অসহায় শীতার্ত মানুষদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সকল শ্রেনীর মানুষদের এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, সরকারের পাশাপাশি আমাদের যার যার যায়গা থেকে অসহায় মানুষদের কল্যানে কাজ করা উচিত। ইউএনও এই ধরনের মানবিক কাজের জন্য রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্টদের সকলকে ধন্যবাদ জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com