আশাশুনিতে আঘাতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলেখালী বানারাশিপুর জামে মসজিদ চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের ক্যাশিয়ার মুস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক অংশগ্রহণ করেন।
জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য প্রত্যক্ষদর্শী সূত্রে ও নিহত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার মায়ের ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে কাকবসিয়া বাজারের উত্তর পাশে প্রতাপনগর-গোয়ালডাঙ্গা সড়কে পৌঁছালে লুঙ্গি পরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কিছু ব্যক্তি ইসমাইলকে আটক করেন।
এ সময় লাঠি উঁচু করে গাড়ি প্রতিরোধ করতে গেলে ঘাড় ফেরাতে যেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। তখন সাথে থাকা দুই জন সহযোগী তাকে ধরে উঠায়। এবং সঙ্গে সঙ্গে গ্রাম্য ডাক্তারের ওখানে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করেন।
পরবর্তীতে রাত সাড়ে ১১টা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আমিনুর রহমান ও সাইফুল ইসলাম নিহতের মাথায়, ঘাড়ে ও পিঠে কোন আঘাতের চিহ্ন পায়নি বলে তারা জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com