আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে সাতক্ষীরা-০৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের বলেন আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার সাথে দেখা করতে কারো সুপারিশ বা সহোযোগিতা লাগবে না সরাসরি আমার সাথে দেখা করে আপনার সুবিধা অসুবিধার কথা বলবেন। সুন্দরবন নির্ভরশীল সকল জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করবো। প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক মাছ চাষি সহ কাঁকড়া চাষীদের কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা প্রাপ্তি নিশ্চিত করবো।
৩১জানুয়ারী (শনিবার) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির হাজার হাজার বিএনপি কর্মী, সামার্থক এবং জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভা এ কথা বলেন। এর আগে ড. মোঃ মনিরুজ্জামান নওয়াবেকি বাজারে ব্যাবসায়ী ও বাজারে আগত সাধারণ মানুষের সালাম বিনিময় সহ ধানের শীষের পক্ষে জনসংযোগ করেন।
এ জনসভায় আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, পদ্মাপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু সহ শ্যামনগর উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল সহ সকল অংগ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্তিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড মোঃ মনিরুজ্জামান আরও বলেন, আমাদের দল বিএনপি এদেশের শান্তি ও শৃখলা রক্ষায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নিরলস কাজ করে যাচ্চে। যার ধারাবাহিকতায় আমার দল সহ আমি এই উপকুলীয় জনপদের উন্নয়নে বদ্ধপরিকর।
উপকুলবর্তী নদীর ভেড়ি বাধ তৈরি করব। চিকিৎসা সেবা নিশ্চিতের ব্যাবস্থা করার পরিকল্পনা আছে। গ্রামীণ এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাট পাকা করব। মানুষের সুপেয় খাবার পানির ব্যাবস্তা করবো ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com