কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা): দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়ছে।
রবিবার ২৫ সেপ্টেম্বর, ২২ ইং তারিখে দেবহাটা থানা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
“ধর্ম যার যার উৎসব সবার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভাটি দেবহাটা থানার ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারন সম্পাদক অজয় কুমার ঘোষ, গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা বাজার কমিটির সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর কুমার ঘোষসহ সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধগন।
সভায় সরকারী নির্দেশনা মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা সম্পন্নের জন্য আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।