আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা - মোহাম্মাদ হালিমুর রহমান

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে কাওকে ছাড় দেওয়া হবেনা। সকলের সম্মিলিত চেষ্টায় নিজ এলকা শান্ত রাখতে হবে। তবে অহেতুক কাওকে হয়রানী করলে কিংবা ভয়ভীতি দেখালে আমাকে বলবেন।

 

 

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ কালিগঞ্জ থানা এলাকায় স্থান নেই। কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে দক্ষিণ শ্রীপুর ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু বক্তব্যে একথা বলেন।

 

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে নারী নির্যাতন, বাল্যবিয়ে সহ যাবতীয় অন্যায় মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি কাজী কাহফিল অরা সজল, থানার এস আই মোরশেদ হোসেন, বিট পুলিশ আশীষ কুমার ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সদস্যাবৃন্দ, পুলিশিং কমিটি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।