পাইকগাছায় পুকুরে বিষ দিয়ে মৎস্য সম্পদের ক্ষতি; থানায় অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় শত্রুতা বশত পুকুরে বিষ প্রয়োগ প্রায় লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় অসহায় হয়ে পড়েছেন পুকুর মালিক স্বপন মন্ডলের পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

 

উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপার কেষ্টপদ মন্ডলের ছেলে স্বপন মন্ডল জানান, শুক্রবার রাত ১০ টার দিকে বাড়ী থেকে বয়ারঝাপায় আমার মাছের ঘেরে পৌছাই। এখান থেকে রাত ১২ টার দিকে বাড়ী ফিরে দেখি প্রায় ১ বিঘা আয়তনের পুকুরের ছোট-বড় সাদা মাছ ভেসে মারা যাচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

 

তিনি ধারনা করছেন, চিংড়ি ঘেরের বিরোধের কারণে কেউ না কেউ হয়তো শত্রুতা করে পুকুরে বিষ বা বিষাক্ত ট্যাবলেট দিয়ে জলের অক্সিজেন নষ্ট করে এ ক্ষতি করেছেন।

 

এ ঘটনায় থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগের তথ্য দিয়ে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, বিষ না অন্য কিছুতে মাছ মারা গেল কিনা তা তদন্ত করে রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।