আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামানের কাছে সংসদীয় আসন-৯২ এর মনোনয়ন ফরম জমা দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বিকালে দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে এ্যাড: নিতাই রায় চৌধুরী উপজেলা নির্বাহী অফিসারে কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এদিন সকাল তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরো পড়ুন - নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি
জানা যায়, মাগুরা-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। নির্বাচনী এলাকার জনসভায় তিনি বলেছিলেন- বিএনপি থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করবেন। কিন্তু গত ২৬ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী এবং সক্রিয় রাজনীতি অবসরের ঘোষণা দেন।
ফলে মাগুরা-২ আসনে এ্যাড. নিতাই রায় চৌধুরী বিএনপির একক প্রার্থী হিসেবে এই মনোনয়নপত্র জমা দেন। এতদিন সাধারণ মানুষের মুখে শুনা যেতো কাজী সালিমুল হক কামালই নিতাই রায় চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী। আবার কেউ কেউ ধারণা করতেন ত্রিমুখী রড়াইয়ের। তবে এখন দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ্যাড. নিতাই রায় চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশ জামায়তে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এম বি বাকের। লোকমুখে চাহর হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
অপরদিকে মাগুরা-১আসনেও কাজী সালেমুল হক কামালের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কাজী সালিমুল হক কামালের নির্বাচন থেকে সরে যাওয়ায় মাগুরা-১ আসনেও বিএনপি মনোনীত একক প্রার্থী হিসেবে থেকে গেলেন মনোয়ার হোসেন খাঁন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com