শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) এমপি মোঃ রশীদুজ্জামান বলেছেন, নিভৃত পল্লীতে প্রতিষ্ঠিত অনির্বান লাইব্রেরী বহুবিধ সৃষ্টিশীল কর্মকান্ডে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুক্রবার বিকাল ৫ টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাত্রভাষা দিবস উপলক্ষে অর্নিবান লাইব্রেরী আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান,সাময়িকীর মোড়ক উন্মোচন,স্কুল
ড্রেস প্রদান,আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি
উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরোও বলেন, শুরু থেকেই লাইব্রেরীটি মেধা বিকাশে সৃষ্টিশীল কর্মকান্ড অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের আগামীতে সুনাগরিক,আদর্শ্যবান,দেশ প্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি শিক্ষা-
দীক্ষায়, জ্ঞান-বিজ্ঞান,অর্থনীতি-সমাজনীতি সম্পর্কে ধারনা গ্রহন করতে হবে।
প্রতিষ্ঠানের সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক কালীদাশ রায়ের স্মরণ করে তিনি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকারের লক্ষ-উদ্দেশ্যে সমৃদ্ধ স্মার্ট দেশ গড়তে এ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্ত চিন্তা,নিয়মিত পড়াশুনা ও সঙ্গীত,সাহিত্য চর্চা,পত্র-পত্রিকা পাঠাভ্যাসে পারদর্শী হবার সুপরামর্শ দেন।মাহমুদকাটির কৃতি সন্তান ডিআইজি জয়দেব ভদ্রের সঞ্চালনয় অর্নিবান লাইব্রেবীর সভাপতি প্রধান শিক্ষিকা রহিমা আক্তার সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৯;র পুলিশ
কমিশনার মোঃ মোজাম্মেল হক, ডিইজি রুহুল আমিন শিপার। সম্মানিত অতিথি
ছিলেন ঢাকাস্থ আচবিশপ বিজয় এনডি ক্রুজ,ভারতীয় মানবাধিকার কর্মী যিশু
রাজা,প্রফেসর সুজন চৌধুরী, হায়াতুজ্জামান মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান
আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী সহ-সভাপতি সমীরন সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,অধ্যক্ষ হাবিবুল্লাহ
বাহার,সাবেক অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আরিফুজ্জামান তুহিন, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলন দাশ, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পি, লাইব্রেরী সম্পাদক প্রভাত কুমার দেবনাথ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ
https://www.kaabait.com