আন্তর্জাতিক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনার স্কুল থেকে অপহৃত প্রায় ৩০০ স্কুল শিক্ষার্থী ও কর্মচারীকে অক্ষত অবস্থায় মুক্তি দিয়েছে বন্দুকধারীরা। দুই সপ্তাহেরও বেশি আগে তাদের অপহরণ করা হয়েছিল। এর আগে গত রবিবার ১৩৭ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দেওয়ার সময়সীমা পেরোনোর কয়েকদিন আগে তাদের মুক্তি দেওয়া হল। মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গত ৭ মার্চ কুরিগা স্কুলে আক্রমণ করে এবং শিশুদের জঙ্গলের দিকে অপহরণ করে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে, হামলার সময় মোট ২৮৭ জন ছাত্র অপহৃত হয়েছিল। তাদের মধ্যে অন্তত ১০০ জনের বয়স ১২ বছর বা তারও কম ছিল। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অপহৃতদেরকে জামফারা রাজ্যের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে কাদুনার রাজধানীতে নিয়ে যাচ্ছে। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আগে তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে। ২০২১ সালের পর নাইজেরিয়ায় এটিই ছিল প্রথম গণ অপহরণের ঘটনা। তখন কাদুনার একটি হাই স্কুল থেকে ১৫০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। কাদুনা রাজ্য গভর্নর উবা সানি এক বিবৃতিতে বলেন, ‘অপহৃত কুরিগা স্কুলের শিশুদের অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কুরিগা শহরের স্কুল শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি সমন্বয় করেছেন।’ তিনি বিস্তারিত আর কিছু বলেননি। অপহরণকারীরা শিক্ষার্থীদের ফেরত দেয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল। গত সপ্তাহে ১শ কোটি নায়রা (৬ লাখ ৯০ হাজার ডলার) মুক্তিপণ দাবি করেছিল তারা। কিন্তু প্রেসিডেন্ট টিনুবু বলেন, তিনি নিরাপত্তা বাহিনীকে অপহরণকারীদের কোন অর্থ না দেয়ার নির্দেশ দিয়েছিলেন। অপরাধচক্রের এমন গণঅপহরণ এবং মুক্তিপণ দাবি নৈমিত্যিক ঘটনায় পরিণত হয়েছে, বিশেষ করে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে। সূত্র: বিবিসি, ওয়াশিংটন টাইমস
https://www.kaabait.com