• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২৯
সর্বশেষ :
ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  দেবহাটা উপজেলা জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী আশাশুনি যাত্রীবাহী বাস খাদে, আহত-১৪ ডুমুরিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

আটোয়ারীতে ৪৯০ টাকা দিতে না পারায় পিতৃহারা দাখিল পরীক্ষার্থীর  প্রবেশপত্র আটকে দিল মাদ্রাসা কতৃপক্ষ 

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ টাকা দিতে না পারায় পিতৃহারা দাখিল পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে দিল মাদ্রাসা কতৃপক্ষ।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার প্রবেশপত্র আটকিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।বিভাগ বুঝে নেয়া হচ্ছে ৪১০-৪৯০ টাকা। টাকা না দিলে আটকে রাখা হচ্ছে প্রবেশপত্র। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।
জানা যায়, লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৪ সালে দাখিল পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে ৬১ জন। ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা রয়েছে।এরিমধ্যে প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে প্রবেশপত্র।
রেশমি আক্তার, রানী আক্তার, রুবিনাসহ কয়েকজন পরীক্ষার্থী জানায়, সিরাজুল ইসলাম স্যার বলছেন, প্রবেশপত্র ৪১০ টাকার একটাকা কম হলে দিবনা। কম টাকায় নিতে চাইলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নাও।
বীথি আক্তারের বাবা খাতিজুল ইসলাম বলেন, প্রবেশপত্রের জন্য ৩০০ টাকা আনছি কিন্তু দিচ্ছেনা। তাদেরকে ৪৯০ টাকা লাগে,এর কমে দিবেনা বলেছেন।
পরীক্ষার্থী মাহাফুজা আক্তারের বাবা মেজাম্মেল হক জানান,প্রবেশপত্র নিতে ৪৯০ টাকা লাগে, দিতে না পারায় বাড়িতে ঝগড়া।আমরা দিন আনি দিন খাই। পিতৃ হারা এতিম
পরীক্ষার্থী নাজমুল হক বলেন, টাকা না দিলে কাউকে এবার প্রবেশপত্র দেওয়া হবে না স্যার বলছেন। আমার কাছে ৪৯০ টাকা চেয়েছে, দিতে পারিনি।পরে যাইতে বলেছেন।আমার বাবা নাই।এর আগে অনেক কষ্ট করে ফরম ফিলাপ করেছি।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার জানান,আমার কাছে চিঠি আছে,প্রবেশপত্রের জন্য অর্থ নিচ্ছি না।অর্থ কেন্দ্র ফি বাবদ নেয়া হচ্ছে।
আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো.কামরুল হাসান জানান, প্রবেশপত্র বাবদ অতিরিক্ত অর্থ নেয়ার কোন সুৃযোগ নাই।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com