• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:১৫
সর্বশেষ :
পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি; বেড়েছে জনদূর্ভোগ সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ আশাশুনি বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের গুজব প্রেমের টানে খুলনায় চীনা যুবক, নতুন জীবন শুরু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সভায় কমিটির পূর্নগঠন সাংবাদিকদের ওপর স ন্ত্রা সী হা ম লার ছয় দিন, প্রকাশ্যে ঘুরছেন আসামিরা

আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি জয়সওয়ালের

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ২ উইকেট হারিয়ে রান দুইশ পেরিয়ে। ক্রিজে থাকা এক ব্যাটসম্যানের রান দেড়শর কাছে। সামনে বড় সংগ্রহের হাতছানি। কিন্তু নাটকীয় ব্যাটিং ধসে ইংল্যান্ড গুটিয়ে গেল তিনশ পেরিয়েই। সিরিজের শুরু থেকে দারুণ ছন্দে থাকা ইয়াশাসবি জয়সওয়াল করলেন আরেকটি দারুণ সেঞ্চুরি। ম্যাচের লাগাম মুঠোয় নিল ভারত। রাজকোট টেস্টে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দেওয়ার পথে ছুটছে রোহিত শার্মার দল। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা এগিয়ে আছে ৩২২ রানে, হাতে আছে ৮ উইকেট। ৯৫ রানে শেষ ৮ উইকেট হারিয়ে শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩১৯ রানে। ১৩৩ রান নিয়ে দিন শুরু করে ১৫৩ রানে থামেন বেন ডাকেট। ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে ভারতের রান ২ উইকেটে ১৯৬। আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল এবার ১০৪ রান করে মাঠ ছাড়েন পিঠে অস্বস্তি অনুভব করায়। তার ১৩৩ বলের ইনিংসে ৯টি চারের পাশে ছক্কা ৫টি। তরুণ এই ওপেনার ব্যাটিংয়ের শুরুতে সময় নেন থিতু হতে। প্রথম ৫০ বলে তার রান ছিল ১৮। পরের ৫০ বলে করে ফেলেন ৭০ রান। জয়সওয়ালের সঙ্গে দেড়শ ছাড়ানো জুটি গড়ে ৬৫ রানে অপরাজিত আছেন আরেক তরুণ ব্যাটসম্যান শুবমান গিল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৪৫
ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২০৭/২) ৭১.১ ওভারে ৩১৯ (ডাকেট ১৫৩, রুট ১৮, বেয়ারস্টো ০, স্টোকস ৪১, ফোকস ১৩, রেহান ৬, হার্টলি ৯, উড ৪*, অ্যান্ডারসন ১; বুমরাহ ১৫-১-৫৪-১, সিরাজ ২১.১-২-৮৪-৪, কুলদিপ ১৮-২-৭৭-২, অশ্বিন ৭-০-৩৭-১, জাদেজা ১০-০-৫১-২)
ভারত ২য় ইনিংস: ৫১ ওভারে ১৯৬/২ (জয়সওয়াল ১০৪ রিটায়ার্ড হার্ট, রোহিত ১৯, গিল ৬৫, পাতিদার ০, কুলদিপ ৩*; অ্যান্ডারসন ৬-১-৩২-০, রুট ১৪-২-৪৮-১, হার্টলি ১৫-২-৪২-১, উড ৮-০-৩৮-০, রেহান ৮-০-৩১-০)


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com