• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:০৫
সর্বশেষ :
পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি; বেড়েছে জনদূর্ভোগ সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ আশাশুনি বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের গুজব প্রেমের টানে খুলনায় চীনা যুবক, নতুন জীবন শুরু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সভায় কমিটির পূর্নগঠন সাংবাদিকদের ওপর স ন্ত্রা সী হা ম লার ছয় দিন, প্রকাশ্যে ঘুরছেন আসামিরা

আর্জেন্টিনা ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চান

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলোর সি সেসা ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে তার সচিবালয়য়ে দেখা করে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চাইলেন। আর পাপন চাইলেন ফুটবলের উন্নয়নে সহযোগিতা। নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি, কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দেব। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’ বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেওয়ার পাশাপাশি ফুটবল ও হকিতে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্বমানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি, আবার তারা আমাদের কী দিতে পারে-এ রকম একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’ এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com