• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:২৯
সর্বশেষ :
ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নগরঘাটায় অসুস্থ ব্যক্তির খোজ-খবর নিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু

আল্লু অর্জুনের স্ট্যাচু বসল মাদাম তুসোতে

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিনোদন: দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ভক্ত-অনুরাগী রয়েছে দুনিয়াজুড়ে। তার ‘পুষ্পা: দ্য রাইস’ সিনেমার ‘ম্যায় ঝুঁকেগা নেহি’-এই সংলাপ তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এ সংলাপ বলার সময় হাতের একটি বিশেষ ভঙ্গিমা করেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। যেটি বেশ জনপ্রিয় হয়। জনপ্রিয়তা পেয়েছিল সেই হাতের ভঙ্গিমা। সেটা নকল করেই, এবার দুবাইয়ের মাদাম তুসোর জাদুঘরে স্থান পেয়েছে আল্লু অর্জুনের স্ট্যাচু। আর এরপরেই, অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার যে আল্লু অর্জুনের ভক্ত, তা এরই মধ্যে সবার জানা। ক্রিকেট মাঠে, খেলার মধ্যেও একাধিকবার আল্লু অর্জুনকে নকল করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই সব মুহূর্ত। ডেভিজ ওয়ার্নার ভারতীয় বিভিন্ন সিনেমা ও গান যে দেখেন তা স্পষ্ট তার সোশ্যাল মিডিয়াতেই। বিভিন্ন গানের সঙ্গে নাচ করে প্রায়-ই রিল বানাতে দেখা যায় ওয়ার্নারকে। এখন আইপিএলের মৌসুম। দিল্লি ক্যাপিটালস’র হলে খেলছেন ডেভিড ওয়ার্নার। তবে শত ব্যস্ততাই মাঝেও তিনি শুভেচ্ছা জানাবেন না তার প্রিয় তারকাকে। মাদাম তুসোর জাদুঘরে আল্লু অর্জুনের মূর্তি উন্মোচন হলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার এ ক্রিকেট তারকা। এখানে আল্লু অর্জুনের যে ভঙ্গিমায় মূর্তি তৈরি করা হয়েছে, সেটি হলো সেই ‘ম্যায় ঝুঁকেগা নেহি’র পোজে। দোলের সময়, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে মুকেশ কুমারের সঙ্গে ছবি তুলতে গিয়ে ডেভিড ওয়ার্নার এ ‘ম্যায় ঝুঁকেগা নেহি’ পোজই দিয়েছিলেন। জনপ্রিয় যে অভিনেতাকে তিনি নকল করেছেন বারে বারে, তার মূর্তি উন্মোচন হতেই উচ্ছ¡সিত ডেভিড শুভেচ্ছাবার্তা পাঠালেন দক্ষিণী এ অভিনেতাকে। ভারতের মাটিতে খেলা থাকলে, দর্শক আসন থেকে প্রায় প্রতিবারেই ডেভিড ওয়ার্নারের কাছে আবদার আসে ‘শ্রীভল্লি’ নাচের তালে একবার পা মেলানোর জন্য।মাঠের সাউন্ড সিস্টেমে বাজতেও শুরু করে সেই গান। প্রত্যেকবারই দর্শকদের আবদার মেটান ওয়ার্নার। সেই আল্লু অর্জুনের মূর্তি মাদাম তুসোর জাদুঘরে দেখে ওয়ার্নার ভীষণ খুশি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com