• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৪৭
সর্বশেষ :
পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি; বেড়েছে জনদূর্ভোগ সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ আশাশুনি বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের গুজব প্রেমের টানে খুলনায় চীনা যুবক, নতুন জীবন শুরু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সভায় কমিটির পূর্নগঠন সাংবাদিকদের ওপর স ন্ত্রা সী হা ম লার ছয় দিন, প্রকাশ্যে ঘুরছেন আসামিরা

আশাশুনিতে ছাগলসহ ৪ চোর আটক

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
আশাশুনিতে ছাগলসহ ৪ চোর আটক

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মৎস্য ঘের থেকে ছাগল, সোলার সিস্টেম ও ঘোরের মাছ মেরে চুরি করে নেওয়ার পর ছাগলসহ ৪ জন আটক হয়েছে। আটককৃতদের শোভনালী ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তরের পর থানা সচল না থাকায় মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়েছে।
সরাফপুর গ্রামের সঞ্জয় কুমার দাশ সরাফপুর পূর্ববিল ও সরাফপুর বাঁকড়া বিলে পৃথক পৃথক মৎস্য ঘেরে দীর্ঘদিন মাছ চাষ করে আসছেন। ঘেরে বিশেষ ব্যবস্থাধীনে ছাগল পালন করা হয়। সংঘবদ্ধ চোরেরা ঘেরের বাসা থেকে সোলারের প্যানেল ও ব্যাটারী, ১৫টি ছাগল এবং ঘেরের প্রচুর পরিমার বাগদা চিংড়ী লুট করে নিয়ে যায়। যার মূল্য অনুমান দুই আড়াই লক্ষ টাকা।
চোরদের মধ্যে ৪ জন চুরিকৃত ছাগলগুলো বাজারে তুলে বিক্রয়ের উদ্দেশ্যে নেয়ার পথে কুলিয়া ব্রীজের উপর পৌছলে ন্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে।
আটককৃত চোরেরা হলো সরাপপুর গ্রামের মৃত আঃ মাজেদের ছেলে আরব আলী, মোসলেম সরদারের ছেলে আরাফাত, ব্যাংদহা গুচ্ছ গ্রামের কামরুল সরদারের ছেলে মোস্তাকিম ও বাঁকড়া বেলেডাঙ্গা গ্রামের মোসলেম সরদারের ছেলে সাকিল হোসেন। পরে চোরসহ উদ্ধারকৃত ছাগল শোভনালী ইউনিয়ন পরিষদে পাঠান হয়।
ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক থানা বন্ধ থাকায় জিজ্ঞাবাদ শেষে মুচলেকা নিয়ে চোরদেরকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। চোরেরা তাদের গ্যাঙের আরও ১১ জনের নাম স্বীকার করেছে বলে জানাগেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com