আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদ থেকে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০ জন ছাত্রীকে ১০ খানা ও ২২ জন ছাত্রকে ২২ খানা বাই সাইকেল বিতরণ করা হয়।
https://www.kaabait.com