আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামীসহ নিয়মিত মামলার সর্বমোট ১০ আসামীকে আট করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ রহিম, এসআই ইমরান হোসেন, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই আঃ সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর পরোয়ানা-৮৩০/২২ এর আসামী বৈকরঝুটি গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে আরিফুল ইসলাম।
নিয়মিত মামলা নং-৪(৫)২৪ এর আসামী তেঁতুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ সবুর গাজী (৪৯)। নিয়মিত মামলা নং-১০(৫)২৪ এর আসামী মধ্যম চাপড়া গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মইনুর ইসলাম সরদার (৪৭), নিয়মিত মামলা নং-১৫(৫)২৪। ১৬(৫)২৪, ১৭(৫)২৪ এর আসামী পিরোজপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে মোঃ কুদ্দুস সরদার (৫৫), খালিয়া গ্রামের মৃত তছির উদ্দীন সানার ছেলে মোঃ অদুত সানা (৪৫), নিয়মিত মামলা নং-২১(৫)২৪ এর আসামী কালিকাপুর গ্রামের মোঃ ইসহাক সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩২), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আছাফুর গাজী (২৮), মোঃ শামছুর গাজীর ছেলে মোঃ সোহরাব গাজী (৫৮), নিয়মিত মামলা নং-২২(৫)২৪ এর আসামী কচুয়া গ্রামের মোঃ মাছুম সরদারের ছেলে মোঃ ছট্টু সরদার (২৮) ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করেন।
নিয়মিত মামলা নং-২৩(৫)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা (৫১)কে গোয়ালডাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেন। আটককৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।