• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৫৩
সর্বশেষ :
ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  দেবহাটা উপজেলা জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী আশাশুনি যাত্রীবাহী বাস খাদে, আহত-১৪ ডুমুরিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

আশাশুনিতে ষ ড়য ন্ত্র থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের বলাবাড়ি গ্রামের অখিল চন্দ্র মন্ডলের ছেলে খোকন চন্দ্র মন্ডল মিথ্যা ষড়যন্ত্র থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুরে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খোকন চন্দ্র মন্ডল (৬০) জানান, বড় দূর্গাপুর মৌজার এস,এ ১৯৯, বি,আর,এস ৫০০ খতিয়ানের ৩৫৭২,৩৫৭৩,৩৫৭৯,৫১০৫, ও ৫১০৬ দাগে এবং ৫৪৫ নং খতিয়ানের ৫০০১ সহ ৮টি দাগের ৯.৩১ একর জমি শ্রীকলস গ্রামের মৃত সুরমান মোড়লের ছেলে হামিদ মোড়ল, আশাশুনি গ্রামের মৃত পত্তর মোড়লের ছেলে আফসার মোড়ল ও আমি ২০০৯ সালে এস,এ রেকর্ডীয় মালিক বলাবাড়িয়া (হাসখালী) গ্রামের যুদ্ধাপতি ও পশুপতি মন্ডল দুই ভাইয়ের নিকট হতে ক্রয় করার ৬ মাস ঐ মৎস্যঘেরে মাছ চাষ করলে একই গ্রামের তরুণ, তুষার, মিলন ও অরুণের নেতৃত্বে আওয়ামীলীগের সন্ত্রাসীদের দ্বারা আমাদের মারপিট করে ঘের দখল করে নেয়।

 

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুই পক্ষ কে থানায় কাগজপত্র নিয়ে আসতে বলে। ধার্য্য দিনে থানায় না বসে কর্মরত ওসি বলেন আওয়ামীলীগের অফিসে বসেন, আমার হাতে নেই, দলীয় প্রভাবে তারা দেখভাল করছে। আওয়ামী লীগ অফিসে গেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম শুধুমাত্র আমাদের কাগজ পত্র দেখে অর্ধেক জমি নিতে বলে এবং বাকি অর্ধেক জমি তরুণ গং দের দিয়ে না দাবি লিখে দিতে বলে। আমরা এই শালিসে রাজি না হলে আওয়ামী লীগের সভাপতি, যুবলীগের সভাপতি মিলন ও সেক্রেটারি মহিতুর বলে তোরা ক্ষমতায় আসলে দখল করবি। তারপর থেকে ১৬ বছর আমাদের লীজের টাকা না দিয়ে তারা জোরপূর্বক দখল করে মাছ চাষ করে আসছিলো।

 

তারা ক্ষমতার জোরে দখল করে রাখায় আমরা কোনো বিচার না পেয়ে ৫ই আগষ্টের পট পরিবর্তনের পর আমাদের ক্রয়কৃত জমি আমরা ফেরত নিয়ে নেয়। তারপরে থেকে মৎস্য ঘেরে চিংড়ি গলদা সহ বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে ভোগ দখলে রাখলেও শান্ত হয়নি তারা। তারা আবারো দখলের পাঁয়তারা করলে আমি বাদি হয়ে কোর্টে ১৪৫ ধারায় মামলা করি। পরবর্তীতে জামায়াত অফিসে অভিযোগ করলে তারা তাদের স্বপক্ষে কোনো কাগজ দেখাতে পারিনি। এরপর তারা সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করে ক্যাম্প থেকে থানায় বসতে বল। থানায় বসাবাসি করলে আদালতে মামলা চলমান থাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে স্ব স্ব স্থানে দখল থাকার নির্দেশ দেন। এতেও তারা শান্ত না হয়ে আমাদের নামে মিথ্যা সংবাদ সম্মেলন সহ নানা ষড়যন্ত্র শুরু করেছে।

 

এমতাবস্থায় ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরুণ কুমার গঞ্জের নিকট হতে মিথ্যা ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়ে শান্তিপূর্ণভাবে মাত্র চাষ করতে পারে সেজন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

এ সময় সংবাদ সম্মেলনে জমির ক্রয়কৃত মালিকদের মধ্যে আব্দুল হামিদ, আফসার মোড়ল, অন্যান্যদের মধ্যে আব্দুল হাদি, আব্দুল মজিদ, অহিদুল মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com