• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪১
সর্বশেষ :
আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ/আহতদের স্মরণে সভা আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে সাড়ে ৮হাজার টাকা জরিমানা আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা মাছ কাটার শ্রমিক থেকে উদ্যোক্তা: আঁইশে গড়া সম্ভাবনার গল্প না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে দুই গ্রুপের সং ঘ র্ষ, সভাপতিসহ আহত ৩০ প্রচার মাইকের যন্ত্রণা, অটোরিকশাসহ যানবাহনের হর্ণের বিকট শব্দে নাকাল ডুমুরিয়া

আয়ারল্যান্ড স্মরণীয় জয় পেল

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

স্পোর্টস: আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসে সোনার হরফে লেখা এক দিন। কুলীন টেস্ট ক্রিকেটে প্রথম জয় উদযাপন করছে আইরিশরা। ২০১৭ সালে টেস্ট মর্যাদা লাভের পর অস্টম ম্যাচে এসে তারা পেল প্রথম জয়টি। আবু ধাবিতে আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৬ উইকেটে হারিয়ে ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন মার্ক অ্যাডাইর, পল স্টারলিং, অ্যান্ডি বালবিরনিরা। দুইদিন বাকী থাকতেই জয়ের আনুষ্ঠানিকতা সারে আয়ারল্যান্ড। ৩ উইকেটে ১৩৪ রান নিয়েগ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে অলআউট হয় আফগানিস্তান। প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ার জন্য ১১১ রানের সহজ লক্ষ্য পায় আয়ারল্যান্ড। ওই লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা খুব বাজে করে আইরিশরা। দ্বিতীয় ওভারেই ফিরে আসেন কার্টিস ক্যাম্ফার (০ রান) ও পিটার মুর (০ রান)। জোড়া আঘাতে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ দুই বলে উইকেট দুটি নেন নাভিদ জাদরান। এই ধাক্কা সামলে ওঠার আগেই আউট হ্যারি টেক্টর (২ রান)। তাঁকে রহমানুল্লাহ গুরবাজের ক্যাচ বানিয়েছেন নিজাত মাসুদ। পঞ্চম ওভারে ১৩ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফেরে আফগানিস্তান। দলীয় ৩৯ রানে তারা হারায় চতুর্থ উইকেট। তখন হয়তো আবুধাবিতে অন্য কিছুর ইঙ্গিত দেখতে পাচ্ছিল আফগান সমর্থকরা। তবে উৎসবটা করেছে আইরিশরাই। অ্যান্ডি বালবিরনির অপরাজিত হাফসেঞ্চুরিতে (৫৮*) আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে আয়ারল্যান্ড। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে লরকান টাকারের সঙ্গে ৭২ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বালবিরনি। ২৭ রানে অপরাজিত ছিলেন টাকার। নাভিদ জাদরানের বোলিং তাঁর নেওয়া সিঙ্গেলেই জয়ের আনুষ্ঠানিকতা সারে আইরিশরা। ক্রিকইনফো


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com