• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:২৩
সর্বশেষ :
ডুমুরিয়ায় খেলাফত মজলিস’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় আসলে সংবাদ কর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীর ও এমপি মোস্তফা লুৎফুল্লাহসহ ২২জনের নামে মা ম লা শ্যামনগরে জাল দলিলের খপ্পরে পড়ে অসহায় হতদরিদ্র নুরুন নাহার দিশেহারা আমার রাজনৈতিক ক্যারিয়ার ধং সের জন্য চ ক্রা ন্ত করা হচ্ছে- লিটন মহম্মদপুরে বিএনপির প্র তি বা দ সমাবেশ দেবহাটায় ছেলের সন্তানের জন্য সুবিচার প্রার্থনা শ্যামনগরে ভারতীয় পণ্যসহ অ বৈ ধ অনুপ্রবেশকারী আটক আগামীকাল থেকে শুরু হবে গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গনের কাজ ডুমুরিয়ায় ধানের পোকামাকড় দমনে জনপ্রিয় আলোক ফাঁদ

ইংল্যান্ডকে ইনিংসে হারিয়েছে ভারত

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: ধর্মশালায় ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের প্রাপ্তি বলতে এটুকুই! শততম টেস্ট খেলতে নামা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনই হয়ে থাকলেন ভারতের শেষ টেস্ট জয়ের মূল প্রভাবক। তার ৫ উইকেট শিকারে পঞ্চম টেস্টেও ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে স্বাগতিক দল। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারত পায় ৪৭৭ রানের সংগ্রহ। ২৫৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা ইংল্যান্ড এদিন বেশি দূর যেতে পারেনি। তিন দিনের মধ্যেই তারা ১৯৫ রানে গুটিয়ে গেছে। অফস্পিনার অশ্বিন ৭৭ রানে ৫ উইকেট নিয়েছেন। ব্যাট করতে নামা ইংল্যান্ডের টপ আর মিডল অর্ডারে ধস নামিয়েছেন মূলত অশ্বিন। লাঞ্চের মধ্যেই তারা ১০৩ রানে হারায় ৫ উইকেট! অশ্বিনের মতো শততম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো অশ্বিনের ওপর চড়াও হয়েছিলেন। তার বলে তুলে নেন তিনটি ছয়। শেষ পর্যন্ত কুলদীপের বলে এলবিডাবিøউতে ৩১ বলে ৩৯ রানে আউট হয়েছেন তিনি। লাঞ্চের মুহূর্তে বেন স্টোকসকে বিদায় করে অশ্বিন-ই টেস্টের গতিপথ নির্ধারণ করে দেন। টেস্টে ইংলিশ অলরাউন্ডারকে ১৩তম বারের মতো আউট করেছেন অশ্বিন। ধসের মাঝে একমাত্র লড়াকু ব্যাটার ছিলেন শুধু জো রুট। তার করা ৮৪ রানই ছিল সর্বোচ্চ। ইনিংসে আউট হওয়া শেষ ব্যাটারও ছিলেন তিনি। কুলদীপের বলে আউট হতেই জয়ের উল্লাসে মাতে ভারতীয়রা। এই ম্যাচে অশ্বিন ৯ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে পাঁচ উইকেট শিকার করেছেন ৩৬তমবার।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২১৮ (ক্রলি ৭৯; কুলদীপ ৫/৭২ অশ্বিন ৪/৫১) ও ১৯৫ (রুট ৮৪; অশ্বিন ৫/৭৭)
ফল: ভারত ইনিংস ও ৬৪ রানে জয়ী।
ভারত ৪৭৭ (রোহিত ১০৩, গিল ১১০; শোয়েব ৫/১৭৩)
প্লেয়ার অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব (৫/৭২, ৩০ রান ও ২/৪০)
প্লেয়ার অব দ্য সিরিজ: যশ্বসী জয়সওয়াল ৭১২ রান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com