• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৪
সর্বশেষ :
মণিরামপুরে ছোটস্ত্রীকে জ বা ই করে হ ত্যার অভিযোগ দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে জ খ ম, হাসপাতালে ভর্তি খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অ ভি যো গ শ্যামনগরে জনবসতি এলাকায় আগুনে শুকানো হচ্ছে কাচামাছ,শ্বাসকষ্টসহ মহা মা রীর আশাংকা মির্জাপুরে গরু বোঝাই আলমসাধু উল্টে চালক নি হ ত, আ হ ত ভাতিজা পাটকেলঘাটায় ব্যোরো মৌসুমে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন ডুমুরিয়ায় শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ঘা ত ক পরিবহন কেড়ে নিল মা ছেলে প্রাণ ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ

ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রতিনিধি: / ১৯১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউএস-মেক্সিকো সীমান্তে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় শুক্রবার স্টার কাউন্টির ছোট শহর লা গ্রলার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কাউন্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর। বোর্ডে থাকা ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন। এদিকে, লা গ্রæলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন কাস্টমস এবং বর্ডার প্রোটেকশনকে জিজ্ঞাসা করতে বলেন। উল্লেখ্য, জানুয়ারিতে মেক্সিকো রাজ্যের সীমান্তে টহলরত টেক্সাসের জননিরাপত্তা বিভাগের একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিধ্বস্ত হয়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কো-পাইলট হাতে সামান্য আঘাত পান বলে জানা যায় এবং হেলিকপ্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com